যুক্তরাষ্ট্রের দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৩৫ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় গতকাল শনিবার থেকে ১০০টি অগ্নিনির্বাপক দল দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। 

দাবানলের তান্ডবে ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন রাজ্য প্রভাব পড়ছে। এ সব ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

বাতাস কিছুটা শান্ত হওয়ায় কর্তৃপক্ষের উদ্বেগ বাড়ছে কেননা এখন মৃতুদেহের সংখ্যা বাড়তে থাকবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিওসম বলেছেন, এটা সত্যিকার এক আবহাওয়া দুর্যোগ। এই রাজ্যে ৬৮,০০০ জনগণকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন