মিরসরাই সমিতি ইউএসএ ইনকের কার্যকরী পরিষদের মেয়াদ দুই বছর বাড়ল

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

২৭৮ বার দেখা হয়েছে

মিরসরাই সমিতি ইউএসএ ইনকের কার্যকরী পরিষদের মেয়াদ আরো দুইবছর বাড়ল। সমিতির উপদেষ্টাদের সমন্বয়ে ২০২০/২০২২ পর্যন্ত কার্যকরী পরিষদের মেয়াদ বর্ধিত করা হয়। সম্প্রতি সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সকল উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে করোনাকালীন সময়ের বিষয়টি পর্যালোচনা করে মেয়াদ বৃদ্ধির ঘোষনা দেন। এ সময় সমিতির বর্তমান কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং সাবেক উপদেষ্টা গোলাম সামদানী, উপদেষ্টা মনির আহমেদ, মিজানুর রহমান জাহাঙ্গীর, সেলিম চৌধুরী, মোর্শেদ রেজবী চৌধুরী, মাহতাব উদ্দিন মিঠু, জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
কার্যকরী পরিষদের বিশেষ সভায় বর্তমান সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া (মিল্টন) সহ নেতৃবৃন্দের মেয়াদ আরো দুই বছর বাড়ায় উপস্থিত সদস্যরা বর্ধিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বলেন, করোনায় গোটা পৃথিবীর সব কার্যক্রম স্থবির হয়ে আছে। পরিকল্পনা অনুযায়ী কেউ কিছু করতে পারছেনা। এর ব্যতিক্রম মিরসরাই সমিতিও নয়। তাই বর্তমান কমিটির মেয়াদ আরো দুই বছর বর্ধিত করা হয়েছে। যাতে তারা সমিতির অগ্রগতি বিষয়ে কাজ করতে পারেন।
সমিতির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আসিফুর রহমান, ডাঃ রেজাউল করিম শামীম, সহসাধারণ সম্পাদক আরিফুল হাসান, বেলাল আহমেদ, অর্থ সম্পাদক সাইফুদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বলাই শর্মা, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান লাকি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোবহান শিবলু আনোয়ার, সহপ্রচার সম্পাদক আলিম উদ্দিন মামুন, সমাজ কল্যান সম্পাদক মাসুদ হোসাইন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জহির হোসেন, মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার, সহ মহিলা সম্পাদিকা ডাঃ কাজী নাহার সুমি, দপ্তর সম্পাদক আনোয়ার ভূঁইয়া পারভেজ, নির্বাহী সদস্য, ইকবাল হায়দার চৌধুরী, মাষ্টার কলিম উল্লাহ, আশ্রাব আলি খান লিটন, কাজী সাইফুল আলম, মেজবাহ উল আলম ভূঁইয়া, মোঃ হোসেন লিখন, মাঈন উদ্দিন, রিংকু চৌধুরী, দেবাশীষ নাথ।

আরো পড়ুন