ববির ঘটনায় ঝালকাঠিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১০০ বার দেখা হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ মাবববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা সন্ত্রাসবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে হামলাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

মানবন্ধনে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা মাহফুজা মিষ্টি, সাইদুল ইসলাম সাঈদ, ইমরান হোসেন, ববির সাবেক শিক্ষার্থী আশিকুর রহমান, হাতেম আলী কলেজের শিক্ষার্থী মারিয়া মীমসহ অনেকে।

বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

আরো পড়ুন