ফুলেল শুভেচ্ছায় সিক্ত দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটি

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

৪৪০ বার দেখা হয়েছে

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৮ নং দূর্গাপুর ইউনিয়নের নবগঠিত কমিটিকে বরণ করে নিয়েছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনের বাড়িতে নবগঠিত কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক তাহসান ইমনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

রোমাঞ্চকর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ৮ নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মেম্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন, মোঃসুমন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রচার সম্পাদক আদর শাহ আরিফ।

ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আশেকুর রহমান, সাধারণ সম্পাদক সুজাউল হক, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইন্দ্রজিৎ দেওয়ানজি, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আলমগীর রানা, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরুল আফছার, সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হোসাইন, সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া বেচন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক নওশের উদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মইন উদ্দিন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন ৮ নং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, সাবেক ছাত্রলীগ সভাপতি আনিসুর রহমান, মিঠাছড়া ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি জাহেদ, সাঃ সম্পাদক নাজিম সহ ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রাণ হলো ছাত্রলীগ। দূর্গাপুর ইউনিয়নের নবগঠিত ছাত্রলীগের এই কমিটি সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সব সময় কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। মেধাবী এই নেতৃত্ব আমাদের প্রাণের নেতা, আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন’র সকল সিদ্ধান্ত বাস্তবায়ন ও আগামির নেতা ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালি করতে শিক্ষা, শান্তি ও প্রগতির পথে অগ্রনী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

আরো পড়ুন