পেনসিলভেনিয়া বি এন পি’র উদ্যোগে ভার্চুয়াল সেমিনার

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

 

 

৪০৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র পেনসেলভেনিয়া বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। ১৪ই ফেব্রুয়ারি রবিবার যুক্তরাষ্ট্র পেনসিলভেনিয়া বি এন পি’র উদ্যোগে বিশ্বব্যাপী এক সেমিনার অনুষ্টিত হয়। পেনসিলভেনিয়া বি এন পি’র সভাপতি শাহ ফরিদ’র সভাপতিত্বে সহ সাধারন সম্পাদক মো: শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন নাহিদ’র সন্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন- সাবেক মন্ত্রী, বি এন পি’র স্হায়ী কমিটির অন্যতম সদস্য  আমির খসরু মাহমুদ চৌধুরী। অতিথি হিসাবে উপস্হিত ছিলেন- বি এন পি’র  চেয়ারপার্সন’র উপদেষ্টা, বীর মুক্তিযাদ্ধা আব্দুল সালাম ; বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক, সাবেক এম পি  জহির উদ্দিন স্বপন ; জাতীয় সংসদ সদস্য  রুমিন ফারহানা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আহবায়ক- ভয়ে ফর জাষ্টিস ওয়াল্ড  ড: আব্দুল হাসনাত;  জর্জিয়া গুইনেট কলেজ’র অধ্যাপক জনাব ড: নিয়াজ আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন:- বিএনপি’র সহ আন্তজাতিক সম্পাদক ও উওর ও দক্ষিন আমেরিকার সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।
      সেমিনারে যোগদান করেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় ৪০টির ( চল্লিশ) অধিক রাষ্ট্রের বিএন পি’র সিনিয়র নেতৃবৃন্দ।
পেনসিলভেনিয়া স্টেট’র বিভিন্ন কাউন্টি থেকে যোগদান করেন অনেকেই।
        সেমিনারে প্রধান অতিথি  আমির খসরু মাহমুদ চৌধুরী’র সাথে একমত পোষন করে সকল অতিথি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র দেওয়া যে কোন ধরনের  সিন্ধান্ত গুলোকে নিয়ে পেনসিলভেনিয়া বি এন পি সেমিনারের মাধ্যমে কাজ করবে। প্রত্যেকটি দেশে ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে থাকা বিএনপি নেতাদের সংযুক্ত করে সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভা করে বাংলাদেশীদের কে সিদ্ধান্ত গুলোর ফলাফল সম্পর্কে জানাতে হবে।
  সভাপতি শাহ ফরিদ সেমিনারে যোগদান কারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন- আমি ব্যক্তিগত ভাবে প্রত্যেক রাষ্ট্রের বি এন পি’র সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি এবং অনেকেই আমাকে যেভাবে সহযোগীতা করেছেন- তার জন্য আমি এবং পেনসিলভেনিয়া বি এন পি আপনাদের নিকট কৃতজ্ঞ ।ভবিষ্যতে আমরা সবাই বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম জিয়া ও আমাদের সবাইর প্রিয় নেতা  তারেক রহমান’র নতৃত্বে একসাথে কাজ করবো।

আরো পড়ুন