নিউইয়র্কে সাংবাদিক গোলাম মোর্তোজার বিরুদ্ধে মামলা

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

৫৭৪ বার দেখা হয়েছে

বাংলাদেশের লেখক সাংবাদিক গোলাম মোর্তোজার রিরুদ্ধে কুইন্স সুপ্রীম কোর্টে মামলা দায়ের করেছেন নিউইয়র্কের ডাঃ আবু এম হক। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের উপদেষ্টা সম্পাদক হিসাবে তাকে এ মামলায় বিবাদী করা হয়। গত ১০ মার্চ জ্যাকসন হাইটসে ডাঃ আবু হকের পক্ষে লিগ্যাল নেটওয়ার্কের সিইও জ্যাকব মিল্টন সংবাদ সম্মেলন করে এ তথ্যে জানান।
সংবাদ সম্মেলনের বিবরনে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০১৯ সালে ডাঃ আবু হকের বিরুদ্ধে নিউইয়র্কের এক শ্রমিক ৯০০ ডলার পাওনা আদায়ে লেবার ডিপার্টমেন্টে মামলা করেন। মামলার রায়ে ডাঃ আবু হককে ৩৫ হাজার ডলার জরিমানা করা হয়। এই সংবাদে ডাঃ আবু হকের ছবিসহ সাপ্তাহিক আজকালে ছাপা হয়। এতে ডাঃ আবু হকের মানহানি হয়েছে বলে আজকালের বিরুদ্ধে মামলা করেন। মামলার ইনডেক্স নাম্বার ৭২৪১৪৫/২০২০।
মামলার অপর বিবাদীরা হলেন, আজকালের সম্পাদক মনজুর আহমেদ, প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো, রিপোর্টার হাসানুজ্জামান সাকি, ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন।
লিখিত বক্তব্যে জ্যাকব মিল্টন আজকালের প্রকাশকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ তোলেন। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জিকোর বিরুদ্ধে বেগ রাউন্ড চেক করে এবং গুগুল করে এ সব তথ্যে পেয়েছেন বলে দাবি করেন।

আরো পড়ুন