তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালন ১৯ নভেম্বর

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

১৮০ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৬ তম জন্মদিন উপলক্ষে স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

১৯ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটস পালকি সেন্টারে সন্ধ্যা ৭ টায় সংগঠনের সভাপতি পারভেজ সাজ্জাদের সভাপতিত্বে কেক কেটে, বেলুন ও পায়রা উঠিয়ে জাকজমক পূর্ণ ভাবে জম্মদিন পালনের উদ্যোগে নেয়া হয়েছে। এসময় যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মজিবুর রহমান মজুমদার, সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মর্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরি, যুবদল কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক সম্পাদক আবদুল বাতিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রত্যাবর্তন পরিষদের সাধারণ সম্পাদক আবু তাহের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৬ তম জন্মদিনে দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানান।

আরো পড়ুন