প্রায় ৯৫ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে- গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউণ্ড হিসেবে পরিচিত মিশিগানেও এগিয়ে আছেন জো বাইডেন। এপি’র দেয়া সর্বশেষ তথ্যে গতবারের প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মাত্র দশমিক ৩ শতাংশ (বাইডেন ৪৯.৪% ও ট্রাম্প ৪৯.১%) এগিয়ে গেলেন ডেমোক্রেট প্রার্থী। রাজ্যটিতে ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি।
এর আগে ব্যাটলগ্রাউণ্ড হিসেবে পরিচিত উইসকনসিনে প্রায় ৯৪ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে- দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে (ট্রাম্প ৪৮.৯% ও বাইডেন ৪৯.৬%) এগিয়ে আছেন জো বাইডেন। ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে এ রাজ্যে প্রায় ত্রিশ হাজার ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন। উইসকনসিনে মোট ১০টি ইলেকটোরাল ভোট রয়েছে।
তবে এখনো বাইডেন এগিয়ে থাকলেও পার্থক্য খুবই কম থাকায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলা যায়। এ রাজ্য দুটির জয়-পরাজয়ই হোয়াইট হাউজে কে যাবেন তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এখন পর্যন্ত যেসব রাজ্যের ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে- ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন কিছুটা এগিয়ে থাকলেও দু’জনের মধ্যে তীব্র লড়াই চলছে। মোট ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪১টি রাজ্যের তথ্য অনুযায়ী, জো বাইডেন ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি।
বিজয়ী হতে হলে তাদের ইলেকটোরাল কলেজের অন্তত ২৭০টি ভোট পেতে হবে।
সর্বশেষ পাওয়া ফল বলছে- ফলাফল নির্ধারণী গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভানিয়া, মিশিগান, আইওয়া এবং উইসকনসিনের গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে নেভাদা, উইসকনসিন ও মিশিগানে এগিয়ে আছেন বাইডেন। এই তিন অঙ্গরাজ্যের সবকটি ইলেকটোরাল ভোট (৬+১০+১৬=৩২টি) যদি বাইডেন পেয়ে যান, তাহলে ২৭০ ইলেকটোরাল ভোট পেয়ে বাইডেনই হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।