ইনায়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতের সোয়েটার বিতরন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

 

২৬১ বার দেখা হয়েছে

ইনায়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে শীত সামগ্রী বিতরন করা হয়েছে। এই শীত সামগ্রী স্পন্সর করেন নিউইয়র্ক প্রবাসী আই এন্ড ডি গ্রুপের সিইও রিজ চৌধুরী। সম্প্রতি ‘আমরা সবাই ভাই’  স্লোগানে চট্টগ্রামের শেখজীপাড়া গ্রামের চৌধুরী উদ্যানে শীতের সোয়েটার বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন  ছিলেন আইএন্ডডি ইউএসএ গ্রুপের সিইও রিজ চৌধুরী, সমাজ সেবক শেখ ইয়ার মাহমুদ জাহাঙ্গীর, রায়হান চৌধুরী, রাসেল চৌধুরী, শেখজীপাড়া পাঠাগারের উপদেষ্টা মোঃ শাহ ইমরান, শেখ রফিকুল ইসলাম, শেখজীপাড়া মসজিদের খতিব মোঃ মেজবাহ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ নাহিদ, শেখ দুলাল, হারুন তাজ, শেখ আবদুল্লাহ, শেখ আকবর মাহমুদ, শেখ নাঈম ও শেখ রুহুল।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন,  শেখ রাহুল।
উল্লেখ্য, আমেরিকা প্রবাসী রিজ চৌধুরী, কোভিটের মধ্যে কয়েকশ পরিবারে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী তুলে দেন। এ ছাড়া যে কোন ধরনের সামাজিক ও মানবিক বিষয়ে তার সহযোগিতা অব্যাহত রয়েছে। আগামী রমজানে মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার ও যাকাত দেয়ার পরিকল্পনার কথা জানান ইনায়া ফাউন্ডেশনের কর্মকর্তারা।
উল্লেখ্য, রিজ চৌধুরীর মেয়ের নামে ২০১৮ সালে ইনায়া ফাউন্ডেশন গঠন করা হয়।

আরো পড়ুন